1. admin@surjopuri.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

নিউইয়র্কে উৎসব ডট কমের যুগপূর্তি উৎসব

  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

আটলান্টিকের ওপাশে পণ্য-সামগ্রী পৌঁছে দেয়ার অঙ্গীকারে নিউইয়র্কভিত্তিক অনলাইন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘উৎসব ডট কমের যুগপূর্তি উৎসবে সর্বস্তরে প্রতিনিধিত্বকারী বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটে।

সম্প্রতি নিউইয়র্ক সিটিতে জেএফকে বিমানবন্দর সংলগ্ন হিল্টন হোটেলের হল রুমে যুগপূর্তির বর্ণাঢ্য এ অনুষ্ঠানে ফ্লোরিডা, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন ডিসি, কানেকটিকাট, ম্যাসেচুসেটস অঙ্গরাজ্য উপস্থিত হন প্রবাসীরা।

প্রিয়জনের কাছে উপহার-সামগ্রী পৌঁছে দেয়ার অভিপ্রায়ে ১২ বছর আগে চালু ‘উৎসব ডট কম’ এখন কোরবাবির পশু ক্রয়ের অন্যতম অবলম্বনে পরিণত হয়েছে। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পণ্য-সামগ্রী অত্যন্ত বিশ্বস্ততার সাথে পৌঁছে দেয়ায় অনলাইনভিত্তিক এই সংস্থা এখন আমেরিকা প্রবাসী বাংলাদেশিই শুধু নন, দক্ষিণ এশিয়ার অপর দেশগুলোর প্রবাসীদের কাছেও জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে’

মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী দম্পতি ড. নূরন্নবী এবং ড. জিনাত নবীও এসেছিলেন নিউজার্সি অঙ্গরাজ্য থেকে। তারাও ‘উৎসব ডট কম’র সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন।

ওস্তাদ মোরশেদ খান অপুর সেতার বাদনের মাধ্যমে উৎসবের এ যুগপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তার সঙ্গে তবলায় ছিলেন তপন মোদক। বিপা এবং বাপার শিল্পীদের নাচ অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা যোগ করে।

‘হিলসাইড হোন্ডা’ আয়োজিত সংগীত প্রতিযোগিতার সেরা শিল্পীদের পরিবেশনা উপস্থিত শ্রোতা-দর্শকরা প্রাণভরে উপভোগ করেন। মাটি ব্যান্ডের বাদন ছিল অত্যন্ত জমজমাট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Surjopuri